আফগানিস্তানে ভূমিকম্পে ২২০০ ছাড়ালো মৃতের সংখ্যা

ধ্বংস্তুপের চিত্র

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান। গত পাঁচ দিন ধরে চলছে উদ্ধার কাজ। সেই কাজ করতে গিয়ে ধ্বংস্তুপ থেকে উদ্ধার হচ্ছে প্রচুর মৃতদেহ। তালিবান সরকারের উপ মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ২,২০৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৩,৬৪০ জন।

ফিত্রাত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মাজার-এ-দ্রে, চাচা গুল-দ্রে এবং নুরগলের মানোগি জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু ফেলে ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি সাহায্য।’

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তাদের একটি দলকে চিকিৎসা সামগ্রী কাঁধে নিয়ে ২০ কিলোমিটার হেঁটে দুর্গত এলাকায় পৌঁছতে হয়েছে। কারণ রাস্তা ভূমিধসে সম্পূর্ণ ভেঙে গিয়েছে।


প্রবল এই প্রাকৃতিক বিপর্যয়ে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল আজ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা অক্লান্ত পরিশ্রম করলেও, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।