মাঠে ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ায় ম্যাকডোনাল্ডস কর্মীকে গুলি করল যুবক

kill

একটা ঠান্ডা ফ্রেঞ্চ যে কারুর জীবন নিতে পারে তা নিউ ইয়র্কের এই ঘটনাই প্রমান নিউ ইয়র্ক শহরে ম্যাকডোনাল্ডসের একটি শাখায় খাবার নিয়ে বচসায় জড়ান এক মহিলা ও সংস্থার জনৈক কর্মী।

মহিলা দাবি করেন, তাঁকে ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে। এর মধ্যে মহিলার ডাকে ঘটনাস্থলে পৌঁছান তাঁর ছেলে।

মাকে ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানোর অপরাধে ম্যাকডোনাল্ডসের ওই কর্মীকে সটান গুলি করেন ছেলে।


আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

ম্যাকডোনাল্ডস কর্মী বছর বাইশের ম্যাথু ওয়েবের গলায় গুলি করে অভিযুক্ত যুবক। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ম্যাথু। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

বর্তমান সঙ্কটজনক অবস্থায় সেখানেই তাঁর চিকিৎসা অন্যদিকে গ্রেপ্তার করা হয়ছে ২০ বছরের মাইকেল মগনিকে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন অভিযোগে এর আগে ১২ গ্রেফতার হয়েছেন মর্গান। পুলিশি জেরায় মগানের মায়ের বক্তব্য, আমি গুলির শব্দ শুনেছি কিন্তু কাউকে গুলি করতে দেখিনি।