আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা তুলতে ইউনূসকে চিঠি ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের

Sheikh Hasina of Bangladesh has her task cutout as global outcry against Durga Puja attacks grows louder.(photo:IN)

আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে মুহাম্মদ ইউনূসকে চিঠি। ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই চিঠি দিয়েছে বলে খবর। চলতি বছরের ১২ মে থেকে শেখ হাসিনার আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। প্রায় প্রতিদিনই তৎকালীন শাসকদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ করতে বলেছে ওই ছয় সংগঠন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি হল, হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ফর্টিফাই রাইটস, রবার্চ এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। ইউনূস সরকারকে ১২টি বিষয়ে নজর দিতে চিঠিতে বলা হয়েছে। সেনা-পুলিশ-প্রশাসনের জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তার কথা বলা হয়েছে চিঠিতে।

নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষার আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লিগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতার মতো বিষয়গুলি চিঠিতে প্রাধান্য পেয়েছে।


আগের সরকারের সময় ঘটা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির বিচারের উদ্যোগ নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্বিচারে গ্রেপ্তার এবং আটক, বিশেষ করে আওয়ামী লিগের যে সব মামলায় উপযুক্ত প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রথম সারির আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল। এই ছয়টি সংস্থা ছাড়াও, ইউনূস সরকারের উপর আরও কিছু আন্তর্জাতিক সংগঠন এই দাবি জানাতে চলেছে বলে খবর।

ইতিপূর্বে শেখ হাসিনা সরকারের সময়ে মানবাধিকার হরণের ঘটনা নিয়ে দায়সাড়া রিপোর্ট দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল। এর জেরে বিপুল পরিমাণে বিতর্ক তৈরি হয়। বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলও আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সেই সঙ্গে সন্ত্রাস দমন আইনের ব্যবস্থা গ্রহণের সমালোচনাও করা হয়েছে। আওয়ামী লিগের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে আংশগ্রহণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এবার আন্তর্জাতিক চাপে আওয়ামী লিগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে শেখ হাসিনার দলও ভোটে অংশ নিতে পারবে।