ব্যাঙ্ককের বাজারে এলোপাথাড়ি গুলি চালাল এক দুষ্কৃতী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যাঙ্ককের পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি ‘মাস শুটিং’-এর ঘটনা। তবে ঘটনার পিছনে কে বা কারা রয়েছে এবং কেন ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে হেঁটে যাচ্ছেন। সমাজমাধ্যমে এটিকে ওই হামলার ভিডিও বলে দাবি করা হয়েছে। হামলাকারী ব্যক্তি কেন এই কাজ করেছেন, তা এখনও জানা যায়নি। এর পিছনে কোনও সংগঠনের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, নিহত ৬ জনের মধ্যে রয়েছেন বাজারে কর্মরত চারজন নিরাপত্তারক্ষী, একজন মহিলা এবং একজন ওই বন্দুকধারী নিজে।
পুলিশের একটি সূত্রের দাবি, আচমকা তোর কোর মার্কেটের মধ্যে এক দুষ্কৃতী ঢুকে গুলি চালাতে শুরু করেন। এরপর তিনি নিজের উপর গুলি চালিয়ে আত্মঘাতী হন। এই ঘটনার সঙ্গে থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে চলা সংঘর্ষের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্ককের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল চাতুচাক মার্কেটের কাছেই তোর কোর মার্কেট। ওই এলাকায় প্রতি সপ্তাহান্তে পর্যটকদের ঢল নামে।
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীকে বাজারের ভেতরে একটি বেঞ্চে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরনে ছিল কালো টি-শার্ট এবং ক্যামোফ্লাজ শর্টস। দেহের পাশে একটি ব্যাগ ছিল। পুলিশ একটি পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে। হামলাকারীর নাম নোই প্রাইডেন (৬১)। তিনি খোং জেলার নাখোন রাতচাসিমার বাসিন্দা।
প্রসঙ্গত, থাইল্যান্ডে মাস শুটিংয়ের ঘটনা নতুন নয়। বন্দুকের উপর কড়া বিধিনিষেধ না থাকার কারণেই এই জাতীয় ঘটনার বাড়বাড়ন্ত বলে মনে করা হয়। ২০২৩ সালে ব্যাঙ্ককের একটি শপিং মলে মাস শুটিংয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ১৪ বছরের এক কিশোরকে।