ইন্দোনেশিয়ার জাভায় ভূমি ধসে মৃত ৬, নিখোঁজ ১৭

প্রতীকী চিত্র

ইন্দোনেশিয়ার জাভায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৬জনের মৃত্যু। ১৭ জনের কোনও খোঁজ নেই। বৃহস্পতিবার সিলাকাপ শহরে ভূমিধসের ঘটনা ঘটে। যার জেরে সিবেউনিং গ্রামের প্রায় এক জডন বাড়ি মাটির নীচে চাপা পড়ে যায়। দুর্যোগের কারণে বার বার বাধা পায় উদ্ধার কাজ।

উদ্ধারকারীদের মধ্যে একজন জানিয়েছেন, ‘আমরা আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছি, আরও ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’ তারা জানিয়েছেন, ধসের ফলে মাটির প্রায় সাত ফুটেরও বেশি গভীরে চাপা পড়ে গিয়েছিলেন নিহত ব্যক্তিরা। এর ফলে উদ্ধারকারী দলের কাজ আরও কঠিন হয়ে যায়।

বর্ষাকালে ধসে প্রবণতা থাকে। এপ্রিল অবধি এই প্রবণতা থাকে। জানুয়ারিতে ঘটেছিল ভয়াবহ ভূমিধস। জাভার আরেকটি শহর পেকালংগানে মুষধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল।