বুধবার ভোরবেলা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা গবেষণাকেন্দ্র বিএমকেজি-র পক্ষ থেকে ভূমিকম্পের তীব্রতা সম্পর্কে বিবৃতি দেওয়া হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা দেখা যায় ৬.২। এই ঘটনায় এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনোরকম সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘অগ্নিবলয়’ বা ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ এর প্রান্তে অবস্থিত বলে এই এলাকা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের মত ঘটনা ঘটে। বিভিন্ন টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূত্বক ভেঙে গিয়ে ছোট ছোট মাইক্রোপ্লেট তৈরি হয়। সেই মাইক্রোপ্লেটগুলির ধাক্কায় এই এলাকায় বারবার ভূমিকম্প হতে থাকে।
দু’দিন আগেই ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের নিকটবর্তী বান্দা সাগরে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভমিকম্প হয়। আগেরবার ওই ভূকম্পনের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৭ কিলোমিটার গভীরে। এবার বুধবার ভোরে আবার এই এলাকায় ভূকম্পন দেখা দিল।