মাঝ সমুদ্রে আগুন ধরে যাওয়া একটি জাহাজ থেকে ২৩ জন ভারতীয় নৌকর্মীকে উদ্ধার করল জিবুটির উপকূলরক্ষী বাহিনী। শনিবার এই ক্যামেরুন পতাকাবাহী পণ্যবাহী জাহাজটিতে ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ (এলপিজি) বোঝাই করে পূর্ব আফ্রিকার ডিজিবোটির দিকে নেওয়া হচ্ছিল। এখনও দু’জন নৌকর্মীর কোনও সন্ধান পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ‘এমভি ফ্যালকন’ নামে ওই জাহাজটিতে শনিবার একটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। জাহাজটি তখন ইয়েমেনের বন্দর শহর এডেনের দক্ষিণ-পূর্ব উপকূল সংলগ্ন এলাকায় মাঝসমুদ্রে চলছিল। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে জিবুটির উপকূলরক্ষী বাহিনী। লোহিত সাগর ও এডেন উপসাগরে অসামরিক জাহাজের সুরক্ষা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিতভাবে বিশেষ অভিযান চালায় ওই বাহিনী।
উদ্ধার অভিযানের পরে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে মোট ২৬ জন নৌকর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া নৌকর্মীদের মধ্যে ২৩ জন ভারতীয় এবং একজন ইউক্রেনের নাগরিক। সকলকে জিবুটি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।