কেন্দ্রের রিপোর্টে এই তথ্য পেশ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে এই রাজ্যে বিদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি নীতি আয়োগের তরফ থেকে বিদেশ থেকে ভারতে পড়তে আসা ছাত্রছাত্রীদের নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
সেখানে ২০১২-২০১৩ সাল থেকে ২০২১-২০২২ সাল পর্যন্ত এই দশ বছরে ভারতের নানান শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশ থেকে আগত পড়ুয়াদের নাম নথিভুক্ত করা হয়েছে এবং সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে গত দশ বছরে পশ্চিমবঙ্গে বিদেশি পড়ুয়ার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সারা পৃথিবীর যে সব দেশ থেকে বিদেশি পড়ুয়ারা ভারতে পড়াশুনো করতে এসেছেন তাতে ২০১২-২০১৩ সালে প্রথম সারিতে রয়েছে নেপাল, ভুটান ও আফগানিস্তান কিন্তু ২০২১-২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ক্রমতালিকায় প্রথমে রয়েছে নেপাল, তারপর রয়েছে আফগানিস্তান এবং তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা।
নেপাল, ভুটান, আফগানিস্তান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির পাশাপাশি নাইজেরিয়া, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, সুদানের মতো দেশ থেকেও বহু ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত দশ বছরে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
এই দশ বছরের সমীক্ষায় দেখা গিয়েছে সব থেকে বেশি সংখ্যক বিদেশি পড়ুয়া নিজেদের নাম নথিভুক্ত করেছে পাঞ্জাবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই রাজ্যে গত দশ বছরে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ। এছাড়াও হরিয়ানা এবং ওড়িশার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বিদেশি পড়ুয়াদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।