টিটিপি এবং পাক সেনার গুলির লড়াইয়ে নিহত ১৭ জন

নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান বা টিটিপি-র সঙ্গে পাক সেনার গুলির লড়াইয়ে নিহত ১৭ জন। পাখতুনখোয়া প্রদেশে পাক সেনা ও টিটিপির মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতেই মৃত্যু হয় ১৭ জনের। মৃতরা সকলেই টিটিপি সদস্য বলে দাবি পাক সেনার।

পাক সেনা জানিয়েছে, শুক্রবার গোপন খবর পেয়ে পাখতুনখোয়ায় কারাক জেলায় অভিযান চালায় জওয়ানরা। বিদ্রোহীদের ঘাঁটি ঘিরে ফেলে পাক সেনা। এরপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে পাক বাহিনী। শনিবার কারাক জেলার পুলিশ প্রধান শাহবাজ এলাহি বলেন, দীর্ঘ সময় ধরে ওই অভিযান চলে। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃতরা সকলেই টিটিপির মুল্লা নাজির সংগঠনের সদস্য বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বড় মাথাব্যাথা আফগানিস্তানের মদতপুষ্ট এই টিটিপি গোষ্ঠী। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এদের ঘাঁটি হিসেবে পরিচিত। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের। এইসব অঞ্চল থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা।  এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। দফায় দফায় এখানে সেনার বিরুদ্ধে অভিযান চালায় বিদ্রোহীরা।


গত জুন মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিঁদায়ে হামলা হয়। সেখানে মৃত্যু হয় ১৬ জন জওয়ানের। গত সপ্তাহে এই খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ৩১ জনকে হত্যা করেছিল পাক সেনা। এমনকী এই অঞ্চলে বোমা ফেলে হত্যা করা হয় ৩০ জন সাধারণ নাগরিককে।