পাকিস্তানে রাসায়নিক কারখানায় অগ্নিকান্ড, মৃত ১৬

প্রতীকী ছবি (Photo: iStock)

করাচির একটি ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনায় ১৬ জন্দ্রে মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। জিন্না পােস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের অতিরিক্ত পুলিশ সার্জেন চিকিৎসক সুমাইয়া সঈদ বলেন, মেহরান শহরে রাসায়নিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ টি দেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, ১২ টি দেহ শণাক্ত করা গেলেও চারটি দেহ শণাক্ত করা যায়নি। নিহতদের বয়স ১৮ থেকে ৩৮’র মধ্যে। কোরাঙ্গির এসএসপি শাহ জেহান বলেন, পুলিশকে জানানাে হয়েছে এখনও ২৫ জন ওই ফ্যাক্টরিতে আটকে রয়েছেন।

তাদের জীবন্ত অবস্থায় উদ্ধার করাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। পাকিস্তানি রেঞ্জারদের (সিন্ধু প্রদেশ) মুখপাত্র জানিয়েছেন, এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। রেঞ্জাররাও উদ্ধারকাজ চালাচ্ছে।