পর্তুগালের লিসবনে একটি ট্রাম লাইনচ্যুত হয়ে উলটে গিয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছেন ১৮ জন। বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে একটি রেস্তোরাঁর কাছে। গুরুতরভাবে আহতদের মধ্যে রয়েছে একটি শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
জানা গিয়েছে, এই হলুদ-কালো ‘এলেভাদোর দা গ্লোরিয়া’ লিসবনের একটি ঐতিহ্যবাহী যান এবং পর্যটকদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ। এটিতে সর্বাধিক ৪০ জন যাত্রী চলাচল করতে পারেন। স্থানীয় সূত্রের খবর, বুধবার বিকেলে ট্রামটি রাস্তার ঢাল বেয়ে নেমে আসছিল। দুর্ঘটনার সময় ট্রামটিতে অনেক যাত্রী ছিলেন। আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে ধাক্কা মারে। এরপরই উলটে যায় ট্রামটি। প্রচণ্ড শব্দ হওয়ায় স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা উদ্ধারকাজ শুরু করে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা এখন চিকিৎসাধীন আছেন।