তাইওয়ানে সুপার টাইফুন ‘রাগাসা’র জলোচ্ছ্বাসে নিহত ১৪, নিখোঁজ ১২৪

চিন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন ‘রাগাসা’ আছড়ে পড়ল তাইওয়ানের পূর্ব উপকূলে। তাইওয়ানের সবথেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হুয়ালিনে প্রচুর ভ্রমণার্থী টাইফুনের কারণে আটকে পড়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। নিখোঁজ ১২৪ জন।

গত সোমবার থেকে ‘রাগাসা’র রোষ এসে আছড়ে পড়েছে তাইওয়ানের উপকূলে। চিনের দক্ষিণ উপকূল এবং হংকং-এ আছড়ে পড়ে এই টাইফুন। ভারী বর্ষণেও বিপর্যস্ত এই এলাকা। ফিলিপিন্স উপকূলে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ ছিল ২৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই প্রাকৃতিক দুর্যোগে গুয়াংফু গ্রাম থেকে প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। প্রবল ঝড়বৃষ্টিতে এই গ্রামে সেতু ভেঙে পড়েছে। অনেক মানুষ আটকে পড়েছেন বিপর্যয়ের মধ্যে।

ইতিমধ্যে টাইফুনের জলোচ্ছ্বাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। গুয়াংফুর একজন পোস্টম্যান জানিয়েছেন ঝড়ের কারণে সমুদ্র ভীষণভাবে উত্তাল হয়ে উঠেছে। বিশাল বড় বড় ঢেউ দেখা গিয়েছে। এই ঢেউয়ের আকার সুনামির ঢেউয়ের মত। তিনি জানিয়েছেন এলাকায় জল ঢুকতে শুরু করতেই তিনি পোস্ট অফিসের তিনতলায় উঠে যান। পরে দেখেন বসার ঘরে জল ঢুকে পড়েছে।