মকর সংক্রান্তির দিন রাজ্যে তেমন শীতের দাপট নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে তাপমাত্রার সে রকম হেরফেরও হয়নি। রাজ্যে আপাতত শীত একই রকম থাকবে বলে খবর। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ বদল হবে না। সকালের দিকে কুয়াশা থাকবে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার চাদরও দেখা যেতে পারে। পৌষ সংক্রান্তিতে ঠান্ডা জমিয়ে না পড়ায় মকরস্নান নির্বিঘ্নেই হয়েছে। বৃহস্পতিবার থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে মাঘ মাস শুরু হচ্ছে। মাঘে কি শীত জমিয়ে পড়বে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দের ডিগ্রি কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্যই কম। বাতাসের আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০ শতাংশ, সর্বনিম্ন ৪৫ শতাংশ। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মূলত পরিষ্কার থাকবে।
তবে ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণের জেলাগুলিতে। যদিও বেলা বাড়তেই রোদের প্রভাবে সেই কুয়াশা কেটে যাবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি ও ১২ ডিগ্রির ঘরে থাকবে বলে জানানো হয়েছে।আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। তবে শনি এবং রবিবার সকালে ঘন কুয়াশা থাকতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও ঘন কুয়াশা দেখা যেতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় উত্তরের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। শুক্র, শনি এবং রবিবার ঘন কুয়াশা থাকতে পারে উত্তরের বিভিন্ন জেলায়। শুক্রবার দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। শনি এবং রবিবার কালিম্পং এবং আলিপুরদুয়ার বাদে উত্তরের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।