২-৩ ডিগ্রি নামবে তাপমাত্রা, তবে এখনই শীত নয় রাজ্যে

প্রতিনিধিত্বমূলক চিত্র

শীঘ্রই পারদপতন রাজ্যে। রাজ্যে নেই বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপরেও নেই কোনও নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আর কিছুদিনের মধ্যেই রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে। আগামী দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রার কোনও বিরাট হেরফের হবে না।

তবে তারপর থেকেই রাজ্যে ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে। ২-৩ ডিগ্রী নামতে পারে পারদ। কোথাও কোথাও পারদ স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে। তবে তাপমাত্রা কমলেও এখনই শীতের আগমন হচ্ছে না। রাজ্যে এখনও উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবেশ করেনি। তাই তাপমাত্রা কমলেও ঠাণ্ডা এখনই পড়ছে না। রাজ্যের সর্বত্র মনোরম আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।