স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে, কুয়াশার সতর্কতা

কলকাতা বা দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অধরাই। শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপটও থাকছে বেশির ভাগ জেলায়। কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। পরের সপ্তাহ থেকে কমবে তাপমাত্রা।

শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হচ্ছে। শনিবার এবং রবিবার রাজ্যের প্রায় সব জেলাতই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশায় দৃশ্যমানতা কমে আসবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

তবে বাড়তি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে। এর ফলে যাতায়াত, রাস্তায় যান চলাচল, এমনকি ট্রেন চলাচলেও সমস্যা হতে পারে।