রাজ্যে ফের শীত বাড়ার ইঙ্গিত

কয়েক দিন আগেও মনে হচ্ছিল, শীত বুঝি বিদায় নিয়েছে। মাঘের শুরুতেই কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই বদলাতে শুরু করেছে ছবিটা। ফের ধীরে ধীরে নামছে পারদ। টানা তাপমাত্রা কমতে দেখে অনেকের মনেই প্রশ্ন, তবে কি রাজ্যে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে?

শুক্রবার, সরস্বতী পুজোর দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার তা আরও খানিকটা কমে দাঁড়ায় ১৪.১ ডিগ্রিতে, যা স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় সামান্য কম। শনিবার সারাদিন আকাশ মেঘমুক্ত থাকবে বলে পূর্বাভাস। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যজুড়েই কুয়াশার প্রভাব থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে সকালের দিকে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এই সব জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।