দক্ষিণবঙ্গে আপাতত ঠান্ডা গায়েব

ফাইল চিত্র

দক্ষিণবঙ্গে আপাতত উধাও  ঠান্ডা। তাপমাত্রা কিছুটা বাড়বে। ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। তাতেই কুয়াশার দাপট। কলকাতার পাশাপাশি গাঙ্গেয় বঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পাবর্ত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতার তাপমান ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলির পারদ ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।