পুরোপুরি বর্ষা বিদায়, হেমন্তের ঠান্ডা-গরম আমেজ, কড়া নাড়ছে শীত

সারা বছর ধরে বর্ষার দাপটে একপ্রকার অতিষ্ট হয়ে উঠেছিল বঙ্গ। তবে এবার আবহাওয়া দপ্তর খানিক স্বস্তির কথা জানাল। চলতি সপ্তাহ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোর এবং রাতের দিকের শীতল অনুভূতি বলছে বঙ্গে হেমন্তের পরশ সমাগত। এরমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদও ধীরে ধীরে নামতে শুরু করেছে। ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।

ধীরে ধীরে শুষ্ক হবে হাওয়া। তবে হাওয়া অফিস জানাচ্ছে , এখনও রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। তাই শীত ঢুকতে এখনও কিছুদিন দেরি রয়েছে।  সকালের দিকে ধোঁয়াশা এবং কুয়াশার দেখা মিলবে। তবে বেলা বাড়তেই উধাও হয়ে যাবে ঠান্ডা ভাব। স্বস্তি একটাই কালীপুজোয় আর বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও, তার প্রভাব বাংলার উপর খুব একটা পড়বে না। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর দিক থেকে তাপমাত্রা খানিকটা নামতে পারে। তবে এবার শীত যে বেশ ভোগাবে, আগেভাগেই এমন ইঙ্গিত মিলছে। বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড তাপমাত্রার পতন হতে পারে এই বছর।


গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে খানিকটা কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন ২৪ ডিগ্রি। আকাশ মূলত পরিষ্কার থাকবে।