বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়, ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

Photo : Gemini AI

ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে বলে খবর। সোমবার নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ৪৮ ঘণ্টার মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘সেনিয়ার’। সংযুক্ত আরব আমিরশাহী নামটি দিয়েছে। ‘সেনিয়ার’ অর্থ সিংহ। মৌসম ভবন সূত্রে খবর, নভেম্বরের শেষ দিকে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলের কাছে ল্যান্ডফল করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়বে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোমবার থেকে পরবর্তী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। আগামী পাঁচ দিনে কলকাতায় তাপমাত্রা ১৭–১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। জেলাগুলিতে ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। দিনের বেলায় শীতের আমেজ কমলেও ভোর ও রাতে হালকা ঠান্ডা থাকবে। আগামী ৩–৪ দিনে রাজ্যের সব জেলায় সকাল বেলায় কুয়াশা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের জেলাগুলিতে কুয়াশা বেশি হতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


উত্তরেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি।কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়ায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৪-৯১ শতাংশের মধ্যে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে অতিভারী বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার গতি ৪৫-৬০ কিমি প্রতি ঘণ্টায় থাকবে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে ৬৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।