দুর্গাপুজোর আনন্দের মাঝেই চতুর্থীর রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ারের মালবাজার মহকুমা। বুনো হাতির হামলায় প্রাণ হারালেন বিজয় মাজি (৩২) নামে এক যুবক। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের অন্তর্গত বামনডাঙা চা বাগানের টন্ডু ডিভিশনের বাসিন্দা ছিলেন ওই যুবক। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরোতেই একটি বুনো হাতির সামনে পড়ে যান। হাতিটিকে দেখে পালানোর চেষ্টা করলেও সফল হননি বিজয়। স্থানীয়দের দাবি, হাতিটি তাঁকে তাড়া করে ধরে ফেলে এবং পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ন’টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ এবং বন দপ্তরের খুনিয়া ও ডায়না রেঞ্জের কর্মীরা। যদিও ততক্ষণে হাতিটি জঙ্গলের দিকে ফিরে যায়। রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যদিও শেষরক্ষা হয়নি, চিকিৎসকরা বিজয়কে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা বন দপ্তরের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বুনো হাতির হানার সমস্যা রয়েছে। তা সত্ত্বেও পুজোর মতো উৎসবের সময়ে নিরাপত্তার দিকটি গুরুত্ব পায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই পুজোর সময় এই ধরনের ঘটনা ঘটছে, অথচ বন দপ্তর যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেয় না। তাঁদের দাবি, উৎসবের সময়ে লোকজন রাতে বাইরে থাকে, তাই এলাকাগুলিতে নজরদারি এবং সতর্কতা আরও বাড়ানো উচিত ছিল।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারের জন্য যা যা করার, সবই করা হবে। খুনিয়া রেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন, হাতির গতিবিধি নজরে রাখা হচ্ছে এবং এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।