শুল্ক বৃদ্ধির ক্ষেত্রে আগে থেকেই চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের উপর ইতিমধ্যেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এবার ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল বলে বুধবার জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে বাড়তি শুল্ক বসানো হল ভারতীয় পণ্যের উপর। এর ফলে ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপালো আমেরিকা।
মাত্র একদিন আগেই ক্ষুব্ধ ট্রাম্প জানিয়েছিলেন, ‘বাণিজ্যের জন্য ভারত ভালো সঙ্গী নয়। ভারত আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করলেও আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না।’ ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘ইউক্রেনে এতো মানুষের মৃত্যুতেও রাশিয়ার বন্ধু ভারতের কিছু এসে যায় না। সেই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া শুল্ক বাড়াবে।’ ট্রাম্পের ওই কথার পরের দিনই ভারতের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করল আমেরিকা।