বাড়ির ছাদে চলছে বিয়ের অনুষ্ঠান। হাজির শয়ে শয়ে অতিথি। চলছে নাচ-গান। তারই মধ্যে আচমকা ভেঙে পড়ে ছাদের একটি অংশ। মুহূর্তের আনন্দ অনুষ্ঠান বদলে যায় বিষাদে। আহত হন কমপক্ষে ৪০ জন অতিথি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর।
ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলায় । সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। ছাদে চলছিল বিয়ের অনুষ্ঠান। আর তাতে যোগ দিয়েছিলেন একাধিক মানুষ। ছাদ ভেঙে নীচে পড়ে যান বহু অতিথি। এরপরই সেখানে হুলস্থূল পড়ে যায়।
কী কারণে ছাদটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তরফে শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করা হতে পারে বলে খবর। এক প্রত্যক্ষদর্শীর কথায়, অনুষ্ঠানে নাচ-গান চলছিল। আমরা সবাই খুব অনন্দে ছিলাম। আচমকা ভেঙে পড়ে ছাদের একাংশ। নীচে পড়ে যান বেশ কয়েকজন।‘