ভিনরাজ্যের কিশোরীকে ধর্ষণ, খাওয়ানো হয়েছে গর্ভনিরোধক বড়িও 

প্রতীকী চিত্র

এক ভিনরাজ্যের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওড়িশায় । শুক্রবার রাতে ভুবনেশ্বরের রাস্তায় অচেতন অবস্থায় ওই কিশোরী পড়ে ছিল। জানা গিয়েছে, এরপর সে নিজেই কোনোমতে উঠে হাসপাতালে যায়। তাঁর শরীরের ক্ষত পরীক্ষা করে চিকিৎসকেরা অনুমান করেন যে, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি এখনও এই বিষয়ে মুখ খোলেননি। চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটি এখন কথা বলার মত অবস্থায় নেই।

কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অটোচালকেরা ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে কিশোরীর বয়স ১৭ বছর এবং সে বিহারের ঝাড়খণ্ডে থাকে। এই মুহুর্তে সঙ্কটজনক পরিস্থিতিতে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালের আইসিইউতে ভর্তি নির্যাতিতা।  শুক্রবার গভীর রাতে অর্ধচেতন অবস্থায় হাসপাতালে পৌঁছায় সে। জানা গিয়েছে তাঁর শরীর থেকে অনেক রক্তপাতও হয়েছিল।

কিশোরীর অবস্থা দেখে হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া  হয়। মেয়েটি তদন্তকারীদের জানিয়েছে যে সে অন্য রাজ্যে থাকে। আর কোনোও কথা বলতে পারেননি নির্যাতিতা। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর মানসিক পরিস্থিতি স্বাভাবিক নয়। সে আতঙ্কে রয়েছে। তদন্তকারীরা যদিও সন্দেহ করছেন যে মেয়েটি কিছু কথা লুকোনোর চেষ্টা করছে। মেডিক্যাল রিপোর্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাঁর উপর যৌন নির্যাতন করা হয়েছে। তাঁকে জোর করে গর্ভনিরোধক বড়িও খাওয়ানো হয়েছে। এর  ফলে মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। এখনও মেয়েটির পরিবারের সদস্যদের কিছু জানানো হয়নি। পুলিশ কমিশনার এস দেব দত্ত বলেছেন, ‘মেয়েটির অবস্থা উদ্বেগজনক। আইসিইউতে রয়েছে এখন। আমরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।‘ মেয়েটির কাছে থেকে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি। পুলিশ এখনও তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত নয়। মেয়েটির কাছ থেকে কোনো পরিচয়পত্রও পাওয়া যায়নি। পুলিশ যৌন নির্যাতনের মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছে।


উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে বাংলায় শোরগোল পড়ে গিয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন যেন দোষীদের উচিত শাস্তি দেওয়া হয়। নির্যাতিতার বাবা বলেছেন তাঁর মেয়ে বাংলায় সুরক্ষিত নয়, তাই তাঁকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি। এই ঘটনার জেরে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে। এইরকম পরিস্থিতিতে ওড়িশায় আবার ঘটল ভিনরাজ্যের কিশোরী-ধর্ষণের ঘটনা।