মঞ্চ ভাঙার প্রতিবাদ

কলকাতায় তৃণমূলের মঞ্চ ভাঙার ঘটনার প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। পথ সভা করে ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা। জুবিলী ময়দান থেকে শহরের পোস্ট অফিস মোড় পর্যন্ত মিছিল সহকারে বিক্ষোভ প্রদর্শন করেছেন শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা। সেখানে একটি পথসভা করে মঞ্চ ভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়।

পথ সভায় কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানায় তাঁরা। বক্তব্য রাখতে গিয়ে তৃণমুল নেতৃত্ব জানান, ‘আমরা ভারতীয় সেনাদের স্যালুট জানাই, সম্মান করি। কিন্তু নরেন্দ্র মোদী ও অমিত শাহের কথামতো সেনাবাহিনী যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।’ এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সৌমেন বেলথরিয়া, উজ্জ্বল কুমার প্রমুখ।