সন্ধিপুজোয় কান্নাভেজা প্রার্থনায় ‘দিদির’ জন্য আশীর্বাদ চাইলেন কল্যাণ

অষ্টমীর সকালে শ্রীরামপুরে দুর্গাপুজোয় আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সন্ধিপুজোর সময় দেবীর সামনে প্রার্থনা করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। মায়ের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ চেয়ে বলেন, ‘দিদির প্রতি যেন মায়ের আশীর্বাদ থাকে। ২৬-এর নির্বাচনে যেন পশ্চিমবঙ্গের অসুরদের দিদি মারতে পারেন।’

শ্রীরামপুর ৫ ও ৬ নম্বর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবারও শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস ময়দানে আয়োজিত হয়েছে এই পুজো। এবারের মণ্ডপ তৈরি হয়েছে কোনারকের সূর্য মন্দিরের আদলে।

সন্ধিপুজোর সময় মায়ের সামনে প্রার্থনা করে কল্যাণ বলেন, ‘মা সবাইকে ভালো রাখুন। শান্তিতে রাখুন। সব ধর্মের মানুষকে ভাল রাখুন। ভালো সংস্কৃতি যেন গড়ে ওঠে।’ বক্তব্যে উঠে আসে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও। তিনি বলেন, ‘মায়ের কাছে সন্তানের কোনও ভেদাভেদ নেই। সব মানুষই এক। কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চায় না।’


এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির কোনও সংস্কৃতি নেই। ওরা দুর্গা-কালী-জগন্নাথকে মানে না। সনাতনী কারা? তাঁরা, যাঁরা ধর্মের আলোয় আলোকিত হয়ে সকল ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে। গুজরাতের থিওরি পশ্চিমবঙ্গে চলবে না।’