এসআইআরের জন্য ৩৫ বছর পর ফিরে এলেন নিখোঁজ ব্যক্তি

এসআইআর আতঙ্কের জেরে একাধিক আত্মঘাতীর খবর মিলছে। কিন্তু এই এসআইআরের জন্য দীর্ঘ ৩৫ বছর ধরে নিখোঁজ ব্যক্তি ফিরে আসলেন নিজের বাড়িতে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। নিখোঁজ ব্যক্তির নাম করিম শেখ। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি ফিরে আসায় আনন্দিত ও একসঙ্গে বিস্মিত তাঁর পরিবার।

৩৫ বছর আগে নিখোঁজ হয়েছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকার বাসিন্দা করিম শেখ। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি। থানায়ও অভিযোগ দায়ের করা হয়। খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা মনে করেছিলেন যে করিম শেখ হয়তো আর জীবিত নেই। এরপর শনিবার আচমকা বাড়ি ফিরে আসেন করিম। এতদিন পর তাঁকে বাড়িতে ফিরে আসতে দেখে চোখে জল আসে পরিবারের সদস্যদের। এদিকে তিন বছর আগে করিম শেখকে মৃত মনে করে তাঁর মৃত্যুর শংসাপত্র তোলেন তাঁর স্ত্রী। এরপর ওয়ারিশ সার্টিফিকেট তুলে নিজের জমির অংশ বুঝে নেন তিনি। তারপর প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে পাশের গ্রামে বাবার বাড়ি সংলগ্ন এলাকায় বাড়ি করে বসবাস শুরু করেন। এবার করিম শেখ ফিরে আসায় নতুন করে এক সমস্যায় পড়তে হয়েছে।

বাড়ি ফিরে এসে করিম বলেছেন, ‘প্রায় ৩৫ বছর হাওড়ার বাউরিয়া এলাকায় ছিলাম। সেখানে নতুন বিয়ে করে সংসার গড়েছি। কারও সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি। এখন এসআইআরের কাজ চলছে। পুরোনো ভোটার কার্ড ও নথিপত্রের প্রয়োজন দেখা দেওয়ায় বাড়ি ফিরে এসেছি।’ এদিকে ষাটোর্ধ্ব করিমকে দেখে পরিবারের পাশপাশি প্রতিবেশীরাও অবাক হয়েছেন। তাঁদের বক্তব্য, ‘এতবছর নিখোঁজ থাকার কারণে ভেবেছিলাম করিম মারা গিয়েছেন। এত বছর পর ফিরে আসাটা অবিশ্বাসযোগ্য।’