উইমেন ইন ব্লুজ, মেয়েদের বিশ্বজয়ে আপ্লুত বলিউড

যেন রূপকথা। কার্যত ফের গোটা দেশের রাত দখল করলেন ভারতীয় ক্রিকেট দলের মেয়েরা। ঠিক যেন শাহরুখ খানের জন্মদিনের রাতে বাস্তবে চলল ‘চক দে ইন্ডিয়া’।  মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে বিশ্বজয় করেছে ভারতীয় দল। রাত জেগে খেলা দেখেছে গোটা দেশ। সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়। মায়ানগরী মুম্বইয়েও সেই জয়ের উত্তাপ ভাগ করে নিয়েছেন অমিতাভ বচ্চন থেকে অনুষ্কা শর্মারা। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কী বলেছেন?

অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’বিশ্বজয়ী তোমরা! কী যে গর্ব অনুভব করালে তোমরা আমাদের, বলে বোঝানো যাবে না। অভিনন্দন।’

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘ সারাজীবন নীল পোশাকে নায়কদের দেখেছি। আজ আমি তাঁদেরই মেয়েদের রূপে দেখলাম।’ তিনি দলকে ‘চ্যাম্পিয়নস’ বলে অভিনন্দন জানান।


অনুষ্কা শর্মা এই জয়কে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘তোমরা চ্যাম্পিয়ন! কী স্মরণীয় অর্জন!’

অজয় দেবগন দলের জয়ের পর লেখেন, “এই রাত আমি ভুলতে পারব না। ধন্যবাদ, চ্যাম্পিয়নস।”

সুনীল শেট্টি অনুপ্রেরণার বার্তা দিয়ে লেখেন, “নীল জার্সির মেয়েরা জয়ের পিছনে ছোটেনি, তারা জয়কে নিজের করে নিয়েছে। আজ প্রতিটা ছোট্ট মেয়ে বলছে—আমরাও পারি, আমরাও বিশ্বজয়ী।”

সংক্ষেপে, বলিউড এই জয়কে গর্ব, সাহস এবং নারীশক্তির প্রতীক হিসেবে দেখছে, যা ভারতের মেয়েদের জন্য এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।