ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে যােগ দিল ওপিভি বিগ্রহ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। (File Photo: Twitter/@rajnathsingh)

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে অফসাের পেট্রল ভেসল (ওপিভি) বিগ্রহকে নিযুক্ত করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানাে হয়েছে, ৯৮ মিটার লম্বা জাহাজটি বিশাখাপত্তনমে রাখা থাকবে। জাহাজটি চালনার দায়িত্বে থাকবে ১১ জন অফিসারের একটি কোম্পানি।

১১০ জন নাকিও থাকবেন। লারসেন এন্ড টাবৱাে শিপ বিল্ডিং লিমিটেড দেশীয় প্রযুক্তি সম্পন্ন অফসাের পেট্রল ভেসল (ওপিভি) বিগর্ভ তৈরি করেছে। প্রধানমন্ত্রী মােদির মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যপূরণে উদ্যোগটি নেওয়া হয়েছিল। বিগ্রহকে অত্যাধুনিক যােগাযােগ প্রযুক্তিতে গড়ে তােলা হয়েছে।

অ্যাডভান্সড রেডার, অত্যাধুনিক নৌচালন ও যােগাযােগ প্রযুক্তি রয়েছে। জাহাজের সেনসর ও যন্ত্রপাতিগুলাে এতটাই উন্নতমানের যে এান্তীয় সমুদ্রের অবস্থা শণাক্ত করতে পারবেন। আজ চেন্নাইয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে অফসাের পেট্রল ভেসল (ওপিভি) বিগ্রহকে নিযুক্ত করলেন।


ওই প্রােগ্রামে তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টি থেন্নারাসু, জেনারেল এম এম নারাভানে, সিওএএস এন্ড ডিজি কে নটরাজন, ডিজিআইসিজি উপস্থিত ছিলেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ওপিভি বিগ্রহ দুই ইঞ্জিনের একটি হেলিকপ্টার, চারটি উচচগতিসম্পন্ন নৌকা রাখা হয়েছে। ৪০/৬০ টি বােফর্স বন্দুক ছাড়াও দুটি ১২.৭ মিলিমিটার রিমােট কন্ট্রোল বন্দুক, অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।