এক ঘন্টা বন্ধ ছিল গুগল 

প্রতীকী ছবি (Photo: AFP)

ঘণ্টা খানেকের জন্য বিশ্বজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল গুগলের সমস্ত পরিষেবা। তবে গুগলের অন্য পরিষেবা বন্ধ হয়ে গেলেও সার্চ ইঞ্জিন ঠিক মতােই কাজ করছিল। 

ভারতীয় সময় বিকেল ৫ টা নাগাদ হঠাৎ দেখা যায় গুগলের বেশ কিছু পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই অভিযােগ আসতে শুরু করে। বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহক যারা গুগল ব্যবহার করেন তাদের মধ্যে হইচই পড়ে যায়। 

সেই সময় গুগলের যে পরিষেবাগুলাে বন্ধ ছিল সেগুলাে হল জিমেল, ইউটিউব, ড্রাইভ, ডক, প্লে স্টোর, গুগল মিট, হ্যাং আউট সহ বিভিন্ন পরিষেবা। 


সূত্রের খবর, তাদের গ্লোবাল সার্ভার ক্র্যাশ করার জন্যই এই সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পর ৬ টা নাগাদ ধীরে ধীরে পরিষেবা স্বাভাকি হয়।