এবারের টোকিও অলিম্পিক অনিশ্চিত

টোকিও অলিম্পিক (Photo:SNS)

হাতে মাত্র আর তিন মাস। আগমী ২১ জুলাই থেকে টোকিওতে অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যে যে ভাবে করােনার থাবা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা নিয়ে আয়ােজক কমিটির কর্মকর্তাদের রাতের ঘুম উড়ে গেছে। করােনা সংক্রমন কিছুতেই হ্রাস করা যাচ্ছে না।

ইতিমধ্যে জাপান সরকার বেশ কয়েক জায়গায় জরুরি অবস্থা ঘােষণা করেছে। তার মধ্যে টোকিও, ওসাকা, কিয়েটো ও হিয়াগাে রয়েছে। এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ অবধি জাপানে গােল্ডেন উইক চলবে।

যাতে ওই সময়ে সাধারণ মানুষ অবাধে চলাফেরা করতে পারেন তার জন্যে এই ব্যবস্থা বলে এই পথ বেছে নেওয়া হয়েছে। টোকিওতে জরুরি অবস্থা শেষ হওয়ার একমাস বাদেই অলিম্পিক গেমস। তাই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে টোকিও অলিম্পিক গেমস।