মহিলাদের এক দিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব জয়ের কৃতিত্বে ভারতীয় দল ইতিহাস রচনা করে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন বাংলার রিচা ঘোষ।
উইকেটরক্ষক রিচা ঘোষের দুরন্ত পারফরমেন্সে ভারতীয় দলের জয় সহজ হয়ে যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচা ঘোষকে অভিনন্দন জানানোর পাশে সেদিনই ঘোষণা করেছিলেন বিশ্বজয়ী এই ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি দেওয়া হবে।
শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। একমাত্র বাংলার ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। সেই মতোই বুধবার রাজ্য পুলিশের উর্দি পরলেন রিচার। ভবানীভবনে রিচা পৌঁছাতেই সবাই অভিনন্দন জানান। তারপরেই তাঁর হাতে ডিএসপি পদের নিয়োগপত্র তুলে দেওয়া হল। রিচার শরীরী ভাষায় স্পষ্ট হয়ে ওঠে এই চাকরিকে মর্যাদা দিয়ে সবরকম কাজ করতে পারবেন।