অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার লোথার ম্যাথেউস এই টুর্নামেন্টের মুখ হতে চলেছেন। প্রসঙ্গত, ১৯৯০ ফিফা বিশ্বকাপে ম্যাথেউসের অধিনায়কত্বেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ার পাশাপাশি ওই বছর ব্যালন ডি’ওর জিতেছিলেন তিনি। গ্রাম বাংলা থেকে পেশাদার ফুটবলার তুলে আনার লক্ষ্যেই শ্রাচী স্পোর্টসের উদ্যোগে বেঙ্গল সুপার লিগ (বিএসএল) আয়োজিত হচ্ছে।
সম্প্রতি জার্মানিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লোথার ম্যাথেউসের পাশাপাশি উদ্যোক্তাদের তরফে রাহুল তোদি, তমাল ঘোষাল উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, আলভিটো ডি কুনহা, ঘানার প্রাক্তন ফুটবলার সুলে মুসা। উদ্যোক্তাদের তরফে রাহুল তোদি জানান, ‘আমি সবসময় এমন সব প্রজেক্ট চেয়েছি, যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যাবে। বিএসএলের লক্ষ্য, শুধু বাংলা নয়, ভারত থেকে প্রতিভা তুলে আনা। বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্যেই লোথার ম্যাথাউসের মতো বিশ্বখ্যাত ফুটবলারকে এই লিগের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁর অভিজ্ঞতার মাধ্যমে তিনি সমৃদ্ধ করবেন বাংলার ফুটবলকে।’
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) অনুমোদিত এই ফ্র্যাঞ্চাইজি লিগ হবে জেলা স্তরে। প্রাথমিকভাবে আটটি দল নিয়ে শুরু হবে বিএসএল। মোট ৬১টি ম্যাচ হবে। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে ৫৬টি ম্যাচ হবে। সেমিফাইনাল হবে দুই পর্বে, হোম এবং অ্যাওয়ে ভিত্তিক। একটা ফাইনাল। প্রত্যেক দলে অন্তত ২৫ জন ফুটবলার রাখতে হবে।