ভারতে বিশ্বকাপ ট্রফি

নতুন বছরের শুরুতে ভারতে আসতে চলেছে বিশ্বকাপ ট্রফি। ফিফার উদ্যোগে ভারতের বিভিন্ন শহরে হবে এই ট্রফি ট্যুর। আগামী ১০ জানুয়ারি দিল্লি থেকেই এই ট্রফি ট্যুরের সূচনা হবে। তবে এখনও ট্যুরের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

বিষয়টি নিয়ে ফিফার প্রধান বিজনেস অফিসার রমি গাই জানান, গত দুই দশকে এই ট্রফি ট্যুর ১৮২ সদস্য দেশের কাছে পৌঁছেছে। একইসঙ্গে তিনি বলেন, এবারের ট্যুর আরও বিশেষ কারণ এবারই এই ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি হচ্ছে। আগামী ২০২৬ সালে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে টুর্নামেন্টের আয়োজন হতে চলেছে। যা নিয়ে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে।