১৭ বছর বাদে ভারতের মাটিতে বসছে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

ব্যাডমিন্টন খেলোয়াড়দের কাছে সবচেয়ে বড় খবর, ১৭ বছর বাদে ভারতের মাটিতে আবার বসতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে ভারতকে নির্বাচিত করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ১ সেপ্টেম্বর প্যারিসে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সমাপ্তি দিনে এই ঘোষণা করা হয়। সেই সময় ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, প্যারিসে ব্রোঞ্জপদক জিতেছে ভারতের সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। বিশ্ব ব্যাডমিন্টন প্রতযোগিতা আয়োজন করা অবশ্যই ভারতের কাছে বড় প্রাপ্তি। ভারতের খেলোয়াড়রা সাম্প্রতিক সময়ে এই টুর্নামেন্ট থেকে পদক জিতে আসছেন। অবশ্যই ব্যাডমিন্টনে ভারত যে এগিয়ে রয়েছে, তা নিয়ে বলার কিছু নেই।

১৯৮৩ সালে ভারত বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ১৫ বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্যাডমিন্টন খেলোয়াড়রা ভারতের মানকে বড় জায়গায় পৌঁছে দিয়েছে। এমনকি পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতে প্রকাশ পাড়ুকোন নজির গড়েছেন। তারপর থেকেই ভারতের আধিপত্য দেখতে পাওয়া গিয়েছে। পরবর্তী সময়ে বি সাই ব্রোঞ্জ পদক জিতেছেন এককভাবে। তার দু’বছর বাদে কিদাম্বি শ্রীকান্ত রুপোর পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন। ২০২১ ও ২০২৩ সালে লক্ষ্য সেন ও এইচ এস প্রণয় দু’টি ব্রোঞ্জ পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। আবার মহিলাদের মধ্যে জোয়ালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা প্রথম ভারতীয় ডাবলসে পদক জয়ের মধ্যে দিয়ে ভারতকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন। ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন পি ভি সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনা, দু’টি রুপো ও একটি ব্রো়ঞ্জ পদক জিতেছিলেন। আবার ২০২২ সালে পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি পদক জয়ের মধ্যে দিয়ে নতুন ইতিহাস রচনা করেছেন। তাই আশা করা যায়, দেশের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের খেলোয়াড়রা বড় জায়গা করে নিতে পারবেন।