বেঙ্গালুরু থেকে সরছে মহিলা বিশ্বকাপের ম্যাচ

প্রতিনিধিত্বমূলক চিত্র

আশঙ্কাই সত্যি হলো। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হলো মহিলাদের একদিনের বিশ্বকাপের ম্যাচ। উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ হওয়ায় কথা ছিল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে। এছাড়াও, ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। কিন্তু, নিরাপত্তাজনিত কারণকে সামনে রেখে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সবকটি ম্যাচ সরিয়ে নিল আইসিসি। তার পরিবর্তে উদ্বোধনী ম্যাচটি হবে আগামী ৩০ সেপ্টেম্বর, গুয়াহাটিতে। আর বাকি ম্যাচগুলি স্থানান্তরিত করা হল মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।

বিষয়টি নিয়ে আইসিসি জানিয়েছে, কর্ণাটক ক্রিকেট সংস্থা চিন্নাস্বামীতে ম্যাচ করার জন্য রাজ্য পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পায়নি। এমনকি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্রও দেওয়া হয়নি কর্নাটক ক্রিকেট সংস্থাকে। তাই বাধ্য হয়েই ম্যাচ ভেন্যু পরিবর্তন করলো তাঁরা।

এই প্রসঙ্গে বলা যায়, গত জুন মাসে বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁদের বিজয়োৎসবকে কেন্দ্র করে রীতিমত মৃত্যুপুরীর চেহারা নেয় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। পদপিষ্ট হয়ে প্রায় ১১ জন সমর্থক মারা যায়। আহত হন বহু সমর্থক। এই ঘটনার পর থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কর্ণাটক সরকার তদন্ত কমিটি গঠন করলে তাঁরা স্পষ্ট জানিয়ে দেয়, চিন্নাস্বামী স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য একেবারেই নিরাপদ নয়।


এদিকে, কর্নাটক পুলিশের এই কঠোর অবস্থানের ফলে কিন্তু প্রশ্নের মুখে পরে গেল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে আগামী আইপিএলে ভবিষ্যৎও। আসলে, বিরাট কোহলি-রজত পাতিদাররা আইপিএলে নিজেদের হোম ম্যাচ খেলে থাকেন এই চিন্নাস্বামী স্টেডিয়ামেই। বর্তমান পরিস্থিতিতে যা চরম অনিশ্চিন্ত, তা বলাই বাহুল্য।