মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট শুরু ৩০ সেপ্টেম্বর

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে। ১২ বছর বাদে ভারতের মাটিতে এই প্রতিযোগিতার আসর বসছে। দেশের মোট পাঁচটি স্টেডিয়ামে ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে খেলাগুলি হবে। এবারের বিশ্বকাপে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তবে ভারতের সঙ্গে প্রতিপক্ষ দল কে হবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাকিস্তান দলের সব ম্যাচ শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হবে।

তবে এই টুর্নামেন্টে একটি সেমিফাইনাল ম্যাচ ভারতের গুয়াহাটিতে বা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে পারে। আর অন্য একটি সেমিফাইনাল বেঙ্গালুরুতে হওয়ার কথা রয়েছে। দুটো গ্রুপে আটটি দলকে ভাগ করা হবে। ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোরে এবং শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচগুলি হবে। ইডেন কোনও ম্যাচ রাখা হয়নি। তবে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ বিন্যাসে কোন দল কোন দিকে পড়বে, সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে ভারত ও পাকিস্তানের অবস্থান কী হয়, সেই দিকে সবার লক্ষ্য থাকবে।

একই সঙ্গে ২০২৬ সালের মহিলাদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ১২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ জুলাই। আর সেমিফাইনাল ম্যাচ হবে ৩০ জুন ও ২ জুলাই।