দীর্ঘ ৬ বছর পর ফের একবার টেস্ট ক্রিকেট ফিরলো কলকাতার ইডেন গার্ডেন্সে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচের প্রথমদিন ভারতের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন সস্ত্রীক সৌরভ গাঙ্গুলি। বর্তমানে সিএবি সভাপতি তিনি। সঙ্গে ছিলেন ক্রীড়া প্রশাসক সুব্রত দত্ত ও সিএবির প্রাক্তন যুগ্মসচিব সুবীর গাঙ্গুলী ।
সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন ইডেনে শেষবারের মতো কোনও টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। তাও আবার দেশের মাটিতে প্রথম গোলাপি বল টেস্ট। এদিকে, শুত্রুবার ম্যাচের প্রথমদিনই দাপট দেখালো ভারতীয় বোলাররা। মূলত, পেসার যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় তেম্বা বাভুমার দল।
যদিও, শুরুর দিকে বেশ আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিচ্ছিলেন দুই প্রোটিয়া ওপেনার আইডেন মার্করাম এবং রায়ান রিকলটন। কিন্তু, ১১ ওভারে বুমরা রিকলটনকে ফেরাতেই কার্যত ধ্বস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপে। শেষপর্যন্ত, চা বিরতির তিন ওভার পরে ১৫৯ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। এদিন খেলা শুরু হওয়ার আগে ইডেনে ঘণ্টা বাজান প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে।