বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি বরাবরই চর্চায় থাকে। কোন প্লেয়ার কত টাকা পাবেন, কোন গ্রেডে থাকবেন সেটা নিয়ে আলোচনা চলে সবসময়ই। জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এবং আইপিএলের আগে বিসিসিআই ২০২৫-২৬ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে।
এক্ষেত্রে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের পারফরম্যান্সের দিকে নজর রাখছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল এখনও পর্যন্ত ভালো খেললেও তার আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দল খারাপ খেলেছে। পাশাপাশি গ্রেডেও পরিবর্তন আনার কথা ভাবছে বোর্ড। বর্তমানে ‘এ প্লাস’ ক্যাটিগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। তাঁদের মধ্যে থেকে শুধু বুমরা তিন ফর্ম্যাটে খেলেন, আর বাকিরা টি-২০ থেকে অবসর নিয়েছেন।
নিয়ম অনুযায়ী, তিন ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাতে না পারলে তাঁকে ‘এ প্লাস’ ক্যাটিগরিতে রাখা হবে না। যদি কোনও প্লেয়ারকে ‘এ প্লাস’ ক্যাটিগরি থেকে সরানো হয় তা হলে তার বেতনও কমবে। এরকম হলে বেতন কমার আশঙ্কা থাকবে এই তিন মহারথীর। তাই বিসিসিআই রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার কেন্দ্রীয় চুক্তি নিয়ে চিন্তাভাবনা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন তারকার পারফরম্যান্স দেখা হবে যা তাঁদের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হবে কিনা তার জানান দেবে।