লর্ডসের মাঠে অনুশীলনে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি

প্রতিনিধিত্বমূলক চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জেতার পরেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আগামী দিনে তাঁরা আর টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নেবেন না। তারপরে ইংল্যান্ড সফরের আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। রোহিত টেস্টকে বিদায় দেওয়ার পরে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে তা নিয়ে জল্পনার শেষ ছিল না।

অনেকেই ভাবতে শুরু করেছিলেন, ভারতীয় দলে অধিনায়কের ব্যাটনটা হয়তো আবার তুলে দেওয়া হবে, বিরাট কোহলির হাতে। কিন্তু বিরাট কিছুদিন নীরবতায় ছিলেন। রাতারাতি তিনিও ঘোষণা করে দেন, টেস্ট ক্রিকেটে তিনি আর খেলবেন না। অর্থাৎ টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন বিরাট কোহলিও। তবে একদিনের ক্রিকেটে খেলবেন বলে জানিয়ে দিয়েছিলেন। আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার তিনটি একদিনের ম্যাচ সিরিজ। সেই সিরিজে বিরাট খেলবেন বলে ইতিমধ্যেই মনে করা হচ্ছে। সেই কারণেই লর্ডসের মাঠে বিরাট কোহলি জোরদার অনুশীলনে নেমে পড়েছেন।

এই মুহূর্তে ক্রিকেট থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন কোহলি। কিন্তু বেশি দিন তো আর দূরে থাকা যাবে না। মাস দুই পরেই অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজে নেমে পড়তে হবে তাঁকে। সেই কারণে নিজেকে প্রস্তুত রাখতে অনুশীলনে ফাঁকি দিতে চাইছেন না। নিজেকে ফিট রাখতে নিয়মিত অনুশীলনে ডুবে থাকেন তিনি। অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর থেকে শুরু ওয়ানডে সিরিজ। বাকি দু’টি ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৫ অক্টোবর।
এই সিরিজে কোহলির ‘বিরাট’ ফর্ম নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।