আমাদের উপর বিশ্বাস রয়েছে বিরাটের : কুলদীপ

কুলদীপ যাদব, বিরাট কোহলি, ক্রিকেট বিশ্বকাপ, যজুভেন্দ্র চাহাল, মহেন্দ্র সিং ধোনি,

কুলদীপ যাদব (Photo: IANS)

‘বিরাট কোহলি বিশ্বাস করেন ভারতীয় স্পিনাররা খেলায় পরিবর্তন আনতে পারে,’ মঙ্গলবার সাংবাদিকদের মুখােমুখি হয়ে এমন কথা জানিয়ে দিলেন ভারতের অন্যতম স্পিনার কুলদীপ যাদব।

বুধবার ভারতীয় দল প্রােটিয়াসদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করছে। তবে, ভারতীয় দলের প্রথম একাদশে আদৌ কি স্পিনার রাখা হবে নাকি একজন স্পিনারকে নিয়ে মাঠে নামবে তা নিয়ে নানান সংশয় রয়েছে। কিন্তু কুলদীপ ও চাহালের মধ্যে যাকেই খেলানাে হােক না কেন পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সেখানে তাঁরা যে কাজের কাজটা করে দেখাবেন নিজেদের বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেটা এখন থেকে বিশ্বাসের সঙ্গে বলে দেওয়া যায়।

‘বিরাট সবসময় আমার এবং চাহালের উপর পূর্ণ বিশ্বাস রাখেন। তিনি বিশ্বাস করেন আমরা দলের প্রয়ােজনীয় সময়ে উইকেট তুলে নিতে পারি এবং ম্যাচের মােড় ঘুরিয়ে দিতে পারি যেকোনাে খেলােয়। আর তিনি বিশ্বাসও করেন আমরা যেকোনাে সময় খেলা ঘুরিয়ে দিতে পারি। তবে একটা সময় আমরা যখন পাঁচ বা দশ রান বেশি খরচ করে ফেলি তখন তিনি আমাদের উপর রেগে যান না বরঞ্চ আমাদের এসে তাতিয়ে দেন এই উইকেটটি নিতে হবে। পাশাপাশি আরাে একটা কথা বলে রাখা ভালাে, উইকেটের পিছনে যদি না ধোনিভাই থাকতেন তা হলে বােধহয় আমরা দুই স্পিনার এতাে সাফল্য কখনাে পেতাম না। আজ এই দু’জনের জন্যই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর হ্যাঁ প্রথম ম্যাচটা যেকোনাে দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে আমাদের বুধবার, তবে আমরা চ্যালেঞ্জ গ্রহণের জন্য পুরােপুরি প্রস্তুত,’ এমন কথাও জানান কুলদীপ যাদব।