ইরানি কাপ জিতল বিদর্ভ

রঞ্জি ট্রফি জয়ের পর এবার ইরানি কাপ খেতাবও ঘরে তুললো বিদর্ভ। রবিবার, ম্যাচের পঞ্চম দিনে অবশিষ্ট ভারতকে ৯৩ রানে হারিয়ে খেতাব জিতে নিল তারা। নাগপুরে নিজেদের ঘরের মাঠে খেলার প্রথম দিন থেকেই দাপট বজায় রেখেছিল অথর্ব তাইরে, যশ রাঠৌর’রা। ভারতের হারের প্রধান অবশ্যই ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। পাশাপাশি, বিদর্ভের প্রথম ইনিংসে বল হাতেও চূড়ান্ত ব্যর্থ ভারতীয় দলের বোলার’রা। যার সুবাদে ম্যাচের প্রথম ইনিংসে ৩৪২ রান করে বিদর্ভ। ওপেনার অথর্ব তাইরে করেন ১৪৩ রান। এরপর, বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে যশ রাঠৌর খেলে যান ৯১ রানের দুরন্ত ইনিংস।

মূলত, এই দুই ব্যাটসম্যানের দাপটেই ৩৪২ রান তোলে বিদর্ভ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি ভারত। ওপেনার অভিমন্যু ঈশ্বরন করেন ৫২ রান। কিন্তু, তিনি আউট হতেই কার্যত ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইন আপ। এরপর, শেষের দিকে অধিনায়ক রজত পাতিদার ৬৬ রানের লড়াকু ইনিংস খেললেও তাতে বিশেষ লাভ হয়নি। ফলে, ২১৪ রানে অল আউট হয়ে যায় অবশিষ্ট ভারত। বিদর্ভের পেসার যশ ঠাকুর ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে ১২৮ রানের লিড পায় বিদর্ভ।

এরপর, দ্বিতীয় ইনিংসে ভাল বল করেন অবশিষ্ট ভারতের বোলারেরা। আসলে, এইসময় দ্রুত রান তুলতে মরিয়া ছিল বিদর্ভের ব্যাটসম্যানরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩২ রানে তাদেরকে অল আউট করে দেন ভারতের বোলার’রা। তবে, এবারও সুযোগ কাজে লাগাতে চূড়ান্ত ব্যর্থ হন ব্যাটসম্যানরা। ৩৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৭ রানে অল আউট হয়ে যায় ভারত। ফলে, রঞ্জি ট্রফির পর ইরানি কাপ খেতাবও জিতে নেয় বিদর্ভ।