অনুর্ধ্ব ১৯ ভারতীয় দল এখন ইংল্যান্ড সফর করছে। ভারতের যুব দলের হয়ে দাপট দেখাচ্ছে বিস্ময় বালক ক্রিকেটার বৈভব সূর্যবংশী। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫২ রানে শতরান করে বিশ্বরেকর্ড গড়েছে। পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে শতরানের রেকর্ডকে ভেস্তে দিয়ে নতুন নজির গড়ল বৈভব। এই নজির গড়ার পরে বৈভব বলে-দাদা শুভমন গিলের অনুপ্রেরণা আমাকে সাহস দিয়েছে। আমি কখনও ভাবিনা রেকর্ড গড়তে ব্যাট হাতে নামছি। কখন রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছি। তারপরে দাদা শুভমন গিল শতরান করার পরে দ্বিশতরান করতে পারেন।তাহলে আমিও কেন পারবো না। দাদা যেমন ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গেছেন দ্বিশতরান করে, ঠিক সেই আমিও দ্বিশতরান করতে চাই দেশের জন্যে। এটাই তো দাদাদের কাছ থেকে শেখার বিষয়।
বৈভব আরও বলে, শতরান করেছি বলে আমি কিছু একটা করে ফেলেছি তা নয়। শতরানের উচ্ছ্বাসে মেনে ওঠেনি। দেশের জন্যে খেলছি। দেশের হয়ে জয় পাওয়া অসল লক্ষ্য। বড় প্রাপ্তি। দলের হয়ে কিছু একটা করতে পারলে খুশি হই। তবে আমার পরবর্তী লক্ষ্য হবে পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২০০ রান করা। তবে এখানে উল্লেখ করা যেতে পারে বৈভব শতরান করার পরেও ৭৮ বলে ১৪৩ রান করে। ওই রান করার ফাঁকে বৈভবের ব্যাটে ১৩টি বাউন্ডারি আর ১০টি ওভার বাউন্ডারি ঝলসে ওঠে। বৈভব আউট হওয়ার পরে ভারতের স্কোরবোর্ডকে উজ্জ্বল করে ভিহান মালহোত্রা। সে ১২১ বলে ১২৯ রান করে। ভারতের স্কোরবোর্ডে ৩৬৩ রান দেখতে পাওয়া যায়। যুব দলের হয়ে এখনও পর্যন্ত কেউই শতরান করেনি। তবে শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার হাসিথা বোয়াগোদার অল্পের জন্যে দ্বিশত থেকে বঞ্চিত হয়। হাসিথার ব্যাট থেকে আসে ১৯১ রান। এখনও পর্যন্ত হাসিথার সর্বোচ্চ রান।