আইপিএলে বিস্ময় ক্রিকেটার বৈভব

প্রতিনিধিত্বমূলক চিত্র

বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন তারকা । আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর। এখন পুরস্কার জেতার লড়াইয়ে সবার আগেই রয়েছে বিহারের এই ‘বিস্ময় প্রতিভা’। ৩৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিহারের এই ক্রিকেটার। তাছাড়াও লড়াইয়ে রয়েছেন আরও অনেকেই।

এবারের আইপিএলে সাত ম্যাচে সুযোগ পেয়েছে বৈভব। সব মিলিয়ে তার নামের পাশে ২৫২ রান। গড় ৩৬। ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছে ১৪ বছরের এই তারকা। আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক করে নজির গড়ে বৈভব। নিজের অভিষেক ম্যাচের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকিয়েও রেকর্ড বুকে নাম তোলে বাঁ-হাতি এই ক্রিকেটার। এখানেই শেষ নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ডও তার নামের পাশে। জানা গিয়েছে, আইপিএল ইমার্জিং অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে সবার আগে বৈভব।

আইপিএল উদীয়মান খেলোয়াড় পুরস্কার সেইসব তরুণ ক্রিকেটারদের দেওয়া হয়, যারা ১ এপ্রিল ১৯৯৯ বা তার পরে জন্মেছেন। সেক্ষেত্রে আরও একটা মানদণ্ড রয়েছে। এখানে দেখা হয়, কোনও ক্রিকেটার ৫টির বেশি টেস্ট বা ২০টি ওয়ানডে খেলেছেন কিনা। দেখা হয়, মরশুম শুরুর আগে ২৫টির কম আইপিএল ম্যাচ খেলেছে কিনা সে। তবে এর আগেও এই পুরষ্কার জেতা চলবে না। বৈভবের জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। তাছাড়াও বাকি ক্ষেত্রেও সে সমস্ত মানদণ্ড পূরণ করে ফেলছে।