আইপিএল ক্রিকেটে চলতি মরশুমে তরুণ ক্রিকেটার হিসেবে সবার নজর কেড়ে নিয়েছে রাজস্থান রয়্যালস দলের বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর দুরন্ত ব্যাটিং অবশ্যই প্রশংসনীয়। বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে শতরান। তারপর থেকেই বৈভব সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বৈভবের সঙ্গেই শনিবার ইডেন উদ্যানে হাসিমুখে ঝগড়া বেঁধে গেল সিনিয়র ক্রিকেটার নীতীশ রানার সঙ্গে। ঝগড়ার বিষয় ‘ব্যাট’।
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছে, বৈভব সূর্যবংশীকে ব্যাট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক নীতীশের সঙ্গে মজার ছলে ঝগড়া করতে দেখা গিয়েছে। নীতীশের কাছে একটি ব্যাট চান বৈভব। তা নিয়েই কথা হয় দু’জনের। সেই ভিডিয়োয় নীতীশকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি তোকে পাঁচটা ব্যাট দেব। তবে তোর কাছে ১৪টার বেশি ব্যাট থাকলে একটাও দেব না।’ জবাবে সূর্যবংশী তাঁকে বলে, ‘আমার খালি একটা ব্যাট চাই। একটাই তো চেয়েছি। পাঁচটা দরকার নেই।’
এর পর নীতীশ আবার বলেন, ‘বাচ্চা, সব কিছু কি তোর মতো হবে?’ বৈভব আবার বলে, ‘আমার কাছে যদি বয়সের (১৪ বছর) থেকে বেশি ব্যাট থাকে, তা হলে তুমি যাকে বলবে ব্যাট দিয়ে দেব। তোমার কথাই থাকবে।’ নীতীশ বলেন, ‘তার মানে তোর কাছে ১৪টা ব্যাট আছে। আমার ব্যাট তোকে দেব না। ব্যাট আমার। তোকে কেন দেব?’ বৈভব বলে, ‘আমি তো একটাই ব্যাট চেয়েছি। আমার কাছে বেশি ব্যাট নেই।’ নীতীশ এর পর বলেন, ‘তা হলে তোর কাছে ১২টা ব্যাট আছে।’ বৈভব উত্তর দেয়, ‘না, আমার ১২টা ব্যাট নেই।’ আবার নীতীশ বলেন, ‘১০টা তো আছেই। ১০টা ব্যাট অনেক। এতগুলো ব্যাট তো বিরাট কোহলির কাছেও থাকে না।’ বৈভব বলে, ‘না, ১০টাও নেই। আমার আটটা ব্যাট আছে।’ তবে এই দুই ক্রিকেটারের ঝগড়া নয়, হাসির ছলে একে অপরের সঙ্গে কথা বিনিময়। তাই নীতীশ ও বৈভবকে দেখা গেল পাশে বসে মজা করছেন।