এবারে ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলও। এই দলে জায়গা পেয়েছেন আইপিএল ক্রিকেটে বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। দলকে নেতৃত্ব দেবেন, আয়ুষ মাত্রে। বৃহস্পতিবার অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করে দেওয়া হল। এখানে উল্লেখ করা যেতে পারে অধিনায়ক আয়ুষ মাত্রে এবারে আইপিএল ক্রিকেটে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। তিনটি ফরম্যাটেই খেলবে অনূর্ধ্ব -১৯ দল। একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলা হবে। বৈভবের সামনে দেশের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এসে গেল। রাজস্থান রয়্যালসের হয়ে ২৫২ রান করেছে বৈভব।
গত এপ্রিল মাসে বৈভব ১৪ পূর্ণ করেছে। মহা নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। সঞ্জু স্যামসনের চোট বৈভবের সামনে প্রথম একাদশের দরজা খুলে দেয়। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন বৈভব। গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে বৈভব ৩৫ বলে শতরান করেছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। অধিনায়ক আয়ুষও অনেককে পিছনে ফেলে শিরোনামে উঠে এসেছেন। তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে সবার নজর কেড়ে নেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ৪৮ বলে ৯৪ রান করে অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হন। বৈভব ও আয়ুষের সামনে এখন স্বপ্ন জয় করার অপেক্ষা।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, মৌল্যরাজসিংহ চাবদা, হরবংশ সিংহ, আর এস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, হেনিল পটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা এবং অনমোলজিৎ সিংহ।