মুস্তাক আলি ট্রফির ক্রিকেটে বুধবার বাংলা খেলতে নামছে বডোদরার বিরুদ্ধে। বাংলার বিরুদ্ধে খেলবার জন্য দীর্ঘদিন বাদে চোট সারিয়ে মাঠে নামছেন হার্দিক পাণ্ডিয়া। স্বাভাবিকভাবেই এই খেলার প্রতি সবার নজর থাকবে। তার প্রধান কারণ হল ভারতের নির্বাচক মণ্ডলীর সদস্যরা অবশ্যই চোখ রাখবেন হার্দিক পাণ্ডিয়ার দিকে। তাঁরা দেখবেন হার্দিক পাণ্ডিয়া এখন কি অবস্থায় রয়েছেন এবং নিজেকে কিভাবে লড়াইয়ের মধ্যে রাখেন।
আবার ইডেন উদ্যানে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে চণ্ডীগড় মুখোমুখি হবে বিহারের বিরুদ্ধে। সেই ম্যাচের প্রধান আকর্ষণ বলতেই ১৪ বছর বয়সী কিশোর ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তাঁর আগ্রাসী ব্যাটিং দেখবার জন্য অবশ্যই বেশ কিছু দর্শক ইডেনে আসবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিহার দলের সহ-অধিনায়ক তিনি। ইতিমধ্যেই, তাঁর আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ফলে, কলকাতার মাঠে বৈভব তান্ডব দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।
মনে রাখতে হবে, আগামী ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। হার্দিকের কাছে এটাই শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। পাশাপাশি, এই টুর্নামেন্টে আইপিএলের দলগুলিরও আলাদা নজর থাকবে। তাই, নিলামের আগে মহম্মদ শামি, আকাশ দীপ, পৃথ্বী শ, বেঙ্কটেশ আয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি।
বিশেষত, বেঙ্কটেশ আইয়ার, পৃথ্বী শ’দের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটি। কারণ, গতবছর আইপিএলে দল পাননি পৃথ্বী শ। অন্যদিকে, গত মরসুমে নাইট রাইডার্সে থাকলেও নিলামের আগেই তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে, নিলামের আগে এই টুর্নামেন্টে নিজেদের ছাপ রাখতে মরিয়া তাঁরা। একইসঙ্গে, মহম্মদ শামির জন্যও এবারের এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ, রঞ্জি ট্রফিতে বল হাতে ভালো পারফরম্যান্স উপহার দিলেও ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। এমনকি, আইপিএলে তাঁকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদও। তাই সবমিলিয়ে এবারের এই মুস্তাক আলি টি-টোয়েন্টি যে বাংলার পেসার সামির কাছেও নতুন চ্যালেঞ্জ, তা বলাই বাহুল্য।