আসন্ন মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য পুরস্কারমূল্য বাড়ালো আইসিসি। প্রায় ২৯৭ শতাংশ বৃদ্ধি পেল এবারের মহিলাদের একদিনের বিশ্বকাপের পুরস্কারমূল্য। আইসিসির পক্ষ থেকে এদিনই সেকথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা প্রতিটি দলকে দেওয়া হবে ২ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়াও, বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলেই সংশ্লিষ্ট দল পাবে ৩০ লক্ষ টাকা।
পাশাপাশি, যে চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে তারা প্রত্যেকে পাবে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা। বিশ্বকাপ খেতাব জয়ী দল পাবে ৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা। আর রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দলের জন্য বরাদ্দ ৬ কোটি ১৮ লক্ষ টাকা। একইসঙ্গে, সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দুই দল পাবে তারা ২ কোটি ৪৭ লক্ষ টাকা। এই প্রসঙ্গে বলা যায়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের মহিলাদের বিশ্বকাপ।