আজ সবকটিই কাপের বাজি

প্রতিনিধিত্বমূলক চিত্র

শিবনাথ দাস

শনিবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে প্রধান বাজি প্রায় ১৭ লক্ষ টাকার ‘ক্যালকাটা চ্যাম্পিয়ন্স স্প্রিন্ট ট্রফি’। মাত্র চারটি প্রতিযাগী এতে অংশগ্রহণ করছে। ৭২ নং রেসে ‘মেরোপি’ ঘোড়াটি যেভাবে জিতে এসেছে ওকে হারানো মুশকিল। তবে রেসিংয়ে সমস্ত কিছুই সম্ভব। আপসেট ঘোড়া ‘ব্ল্যাক ঈগল’ এবং ‘প্লুটো’ ঘোড়া দুটি ওকে বিপদে ফেলতে পারে।

মতামত:
প্রথম বাজি— দুপুর ১টা ৩০ মি., রাইটিআস ১, বর্ন টু বি স্পয়েল ২, হারমেস ৩।
দ্বিতীয় বাজি— ২.০০টা, রেসপ্লেডেন্স ১, ভিক্টোরিয়া ক্রস ২, ডোনা সিয়েনা ৩।
তৃতীয় বাজি— ২.৩০ মি., আনি গ্রহ ১, ফ্যাবেল ২, ব্লু গোল্ড ৩।
চতুর্থ বাজি— ৩.০০টা, পানটাজি ১, সাইন ২, চিরাডেলি ৩।
পঞ্চম বাজি— ৩.৩০ মি., মেরোপি ১, ব্ল্যাক ঈগল ২, প্লুটো ৩।
ষষ্ঠ বাজি— ৪.০০টা, ক্যাশমেরে সিল্ক ১, সারপ্রাইজ ফ্যান্টাসি ২, মার্সোলিনি ৩।
সপ্তম বাজি— ৪.৩০ মি., স্পিরিট বে ১, উইনস্যাঙ্গেল ২, ম্যাসোসিটো ৩।
দিনের সেরা— স্পিরিট বে।