এটা ‘টেস্ট ক্লাস’ নয় ভারতীয় দলের সমালোচনা সুনীল গাভাসকারের

ফাইল চিত্র

ইংল্যান্ডের ‘বাজবল’ -এর কাছে শুরুতেই মুখ থুবড়ে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। দলের চারজন ব্যাটসম্যান শতরান করেছেন। তার মধ্যে, ঋষভ পন্থ একাই দুই ইনিংসে করেছেন দুটি শতরান। কিন্তু, এত কিছুর পরেও জয় আসেনি। ফলে, স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ওপর প্রচন্ড ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।

মঙ্গলবার ম্যাচ শেষে ইংল্যান্ড দলের বিশেষ প্রশংসা করে তিনি বলেন, পাঁচ- পাঁচটা শতরানের পরেও জো রুট-বেন স্টোকসরা নিজেদের আত্মবিশ্বাস এতটুকু হারাননি। আর সেই কারণেই ভারতের লোয়ার মিডল অর্ডার বিশেষ রান পায়নি, যা ইংল্যান্ডকে ম্যাচ জেতার জন্য সাহায্য করেছে। ভারতের হারের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বোলাররা সেই কাজটাই করতে পারেননি।

পাশাপাশি, ক্যাচ মিসের সঙ্গে শুরু থেকেই ভারতের ফিল্ডিংও ছিল অতি সাধারণ।
ম্যাচে তারই খেসারত দিতে হয়েছে ভারতকে। আর এরপরেই, ভারতীয় লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ও ফিল্ডারদের সমালোচনা করে তিনি জানান, এটা টেস্ট ক্লাস নয়। তবে, এদিন বোলারদের কোনোরকম সমালোচনা তিনি করেননি। তবে ব্যাটিং উইকেট ছিল।


এদিকে, বুমরার বিশেষ প্রশংসা শোনা গেল তাঁর মুখে। কিছুটা আক্ষেপের সুরেই তিনি জানান, বুমরাকে সাপোর্ট দেওয়ার কেউ থাকলে খুবই ভালো হতো।

এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আরও বেশ কিছুদিন বাকি। গাভাসকারের মতে, ভারতের উচিত এই সময়ের মধ্যে নিজেদের ভুলগুলো পুরোপুরি শুধরে নেওয়া দরকার। তবেই দ্বিতীয় টেস্ট থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। তাই কেউ হালকা চালে খেলার মানসিকতা না দেখাক। খেলোয়াড়দের উচিত নিজেদের সম্পূর্ণ অনুশীলনের মধ্যে ডুবিয়ে রাখা।

অন্যদিকে, প্রথম টেস্টে হারের পর ভারতীয় দলে বেশ কয়েকজন খেলোয়াড়ের বদলের দাবি তুলেছেন আর এক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে দলে খেলানো উচিত। সেক্ষত্রে শার্দুল ঠাকুরকে বসানো যেতে পারে।

একইসঙ্গে, তিনি আরও বলেন, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের থেকে এই ধরনের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশিত নয়।