বিজয় হাজারে ট্রফিতে শেষ চারে উঠলো উঠল বিদর্ভ এবং পাঞ্জাব। ছিটকে গেল দিল্লি এবং মধ্যপ্রদেশ। মঙ্গলবার শেষ আটের খেলায় বিদর্ভ ৭৬ রানে হারাল দিল্লিকে। অন্য ম্যাচে মধ্যপ্রদেশকে ১৮৩ রানে হারাল পাঞ্জাব। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ইশান্ত শর্মা। প্রথমে ব্যাট করে বিদর্ভ করে ৯ উইকেটে ৩০০। ওপেনার অথর্ব তাইদে করেন ৬২। বিদর্ভের পক্ষে সর্বোচ্চ রান যশ রাঠোরের ৭৩ বলে ৮৬। ৮ চার এবং ২ ছক্কা মারেন তিনি।
এ ছাড়া ৪৯ রান করেন ধ্রুব শোরে। দিল্লির হয়ে নীতীশ রানা ১৯ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৭ রানে ২ উইকেট ইশান্তের। ৫৯ রানে ২ উইকেট প্রিন্স যাদবের। ৬৮ রানে ২ উইকেট নবদীপ সাইনির। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২২৪ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। সর্বোচ্চ অনুজ রাওয়াতের ৯৮ বলে ৬৬। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছেন ইশান্তেরা। বিদর্ভের সফলতম বোলার নচিকেত ভুতে ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩৬ রানে ৩ উইকেট হর্ষ দুবের। ৫৪ রানে ২ উইকেট প্রফুল হিঙ্গের।
অন্য ম্যাচে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব করে ৬ উইকেটে ৩৪৫। সর্বোচ্চ অধিনায়ক প্রভশিমরন সিংহের ৮৬ বলে ৮৮। ১০ চার এবং ২ ছক্কা মারেন তিনি। এছাড়া অনমোলপ্রীত সিংহ ৭০, নেহাল ওয়াধেরা ৫৬ এবং হরনুর সিংহ ৫১ রান করেন। মধ্যপ্রদেশের সফলতম বোলার বেঙ্কটেশ আইয়ার ৬০ রানে ২ উইকেট নিয়েছেন। ৬১ রানে ২ উইকেট ত্রিপুরেশ সিংহের। জবাবে ৩১.২ ওভারে ১৬২ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সর্বোচ্চ রজত পাটিদারের ৪০ বলে ৩৮। এ ছাড়া বলার মতো রান ত্রিপুরেশের ৩০ বলে ৩১। পাঞ্জাবের সনবীর সিংহ ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৩ রানে ২ উইকেট রমনদীপ সিংহের। ২৭ রানে ২ উইকেট গুরনুর ব্রারের। ২৮ রানে ২ উইকেট কৃষ ভগতের।
সেমিফাইনাল ম্যাচে বিজয় হাজারে ট্রফিতে সেই অর্থে তারকা ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে না। শুরুটা ভালোই হয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শুভমন গিলের মতো তারকারা অংশ নিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে, দেবদত্ত পাডিক্কল ও করুন নায়ারকে খেলতে দেখা যাবে। শেষমুহূর্তে, জাতীয় দলে ডাক পেয়েছেন আয়ুষ বদোনি। শেষ চারের খেলায় কর্ণাটক, বিদর্ভের মুখোমুখি হবে। অন্যদিকে, সৌরাষ্ট্রের সঙ্গে খেলতে নামবে পাঞ্জাব।